সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

চৌহালীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান 

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চৌহালীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান 

গত শনিবার মধ্যরাত থেকে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে চলছে মা ইলিশ সংগ্রহ অভিযান কার্যক্রম। রাত ১২টার পর থেকেই প্রশাসন, মৎস্য দপ্তর, নৌপুলিশ, থানা পুলিশ ও ট্রাক্সফোর্স কমিটির সদস্যরা নদীতে টহল কার্যক্রম শুরু করেছেন। 

রোববার (১৩ অক্টোবর) সকাল থেকেই নদীতে নীরব পরিবেশ লক্ষ্য করা গেছে। এমনকি ছিল না জেলেদের আনাগোনাও।

চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার জানান, শনিবার রাত ১২টার পর থেকেই নদীতে টহল কার্যক্রম শুরু হয়েছে। তবে কোথাও কোনো জেলেকে নদীতে পাওয়া যায়নি। 

পুনরায় তারা সকাল ৮টা থেকে নদীতে টহল কার্যক্রম চালাচ্ছেন। এদিকে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামচুল ইসলাম ও জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক প্রমুখ। 

অপরদিকে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামচুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় যমুনায় নৌ পুলিশের টহল অব্যাহত রয়েছে। অভিযান ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন একটানা চলবে।

টিএইচ